Image description

নিজস্ব প্রতিবেদক 
আরটিএনএন
ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)  শিক্ষার্থীদের জন্য গ্রুপ জীবন ও স্বাস্থ্য বীমা চুক্তি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) বেসরকারি বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফের সাথে এই চুক্তি স্বাক্ষর করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বীমা চুক্তি পত্রে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর রাশেদা আখতার পিএইচডি এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পট্রোলার (এক্টিং) মো. মুসানুল কবির, ডেপুটি কম্পট্রোলার মো. বশির আলম এবং জেনিথ ইসলামী লাইফের ডিএমডি (উন্নয়ন) মুন্সী মো. আব্দুল খালেক, ডিভিপি মো. আনোয়ার হোসেন সরকার প্রমুখ।