
খেলা ডেস্ক
আরটিএনএন: সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের অর্জন হাতেগোনা। তবুও বিগত কয়েক বছরে বলার মতো কিছু প্রাপ্তি যোগ হয়েছে তাতে। এবার আরো একটা সাফল্য দাঁড়িয়ে আছে দ্বারপ্রান্তে। অভাবনীয় কিছু না ঘটলে আরো একটা ইতিহাস গড়তে যাচ্ছে টাইগাররা।
ঘরের মাঠে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের হাতছানি বাংলাদেশের। আর ৩টি উইকেট তুলে নিতে পারলেই দেশের মাটিতে নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো হারানোর স্বাদ পাবে টাইগাররা। স্বাগতিকদের দেয়া ৩৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১১৩ রান করেছে নিউজিল্যান্ড।
কিউইদের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসেও তাদের ধসিয়ে দিয়েছেন তাইজুল। ৪০ রানে নিয়েছেন ৪ উইকেট। দিনশেষে সংবাদ সম্মেলনেও এলেন জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলা এই কাণ্ডারী।
সংবাদ সম্মেলনে এসে তাইজুল জানান, বড় দলকে হারানোর মজা বেশ ভিন্ন। তবে এখনো পা মাটিতেই রাখতে চান তিনি। জয় পাওয়ার আগে নিশ্চিত জয় ভেবে আত্মতুষ্টিতে ভুগতে চান না তাইজুল।
এই প্রসঙ্গে এই তিনি বলেন, অবশ্যই, বড় দলকে হারানোর মজাই আলাদা। এখনো জিতি নাই কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করছি বা করবো। কালকেও করব ইনশাআল্লাহ। আমার কাছে মনে হয় যে একটা বড় দলকে যখন হারানো যায় নিজেদের আত্মবিশ্বাস দেখা মেলে।
‘তাই আমাদের পরিকল্পনা যে, টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ এটা। আমরা চাই যে পুরো বছরটা যেন ওই আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারি। যাই হোক না কেন আমরা কয়টা ম্যাচ জিতব বা জিতব না সেটা জানা নেই কিন্তু বাংলাদেশকে ভালো কিছু একটা যেন দিতে পারি।’
গত দুই আসরে বলার মতো কিছুই করতে পারেনি বাংলাদেশ। সদ্য শুরু হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে তবুও বড় স্বপ্ন দেখছেন তাইজুল। বললেন, ‘লক্ষ্য তো আমি মুখ দিয়ে বললাম আর হয়ে গেল এরকম কোনো কিছু না। প্রত্যেকটা দলেরই লক্ষ্য থাকে, খেলোয়াড়দের ব্যক্তিগত লক্ষ্য থাকে। কিছু না হোক তিন, চার, পাঁচে যদি আসতে পারি তাহলে আমাদের জন্য বিশাল বড় একটা পাওয়া হবে।’