Image description

খেলা ডেস্ক
আরটিএনএন: ২০১০ সালে স্পট-ফিক্সিংয়ে জড়িয়ে পাকিস্তানের ক্রিকেটকে কলঙ্কিত করেন অধিনায়ক সালটাম বাট। যে কারণে তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। শুধু তাই নয়! এই অপরাধের জন্য তাকে কারাগারেও যেতে হয়েছিল।

সেই সালমান বাটকে  এখন সম্মানিত করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের সদস্য করা হয়েছে সালমান বাটকে।

প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের পরামর্শক সদস্য হিসাবে শুক্রবার তিন সাবেক ক্রিকেটার কামরান আকমল, রাও ইফতেখার আনজুম ও সালমান বাটকে নিয়োগ দিয়েছে পিসিবি। তাদের প্রথম কাজ হবে আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল নির্বাচন।

আকমল ও আনজুম এর আগে বিভিন্ন পর্যায়ে নির্বাচকের দায়িত্ব পালন করলেও বাট এই প্রথম পিসিবির কোনো দায়িত্ব পেলেন। বিরাট বিস্ময় হয়ে এসেছে তার নিয়োগ।

১৩ বছর আগে পাকিস্তান ক্রিকেটের ভিত নাড়িয়ে দেওয়া স্পর্ট-ফিক্সিং-কাণ্ডের হোতা ছিলেন তৎকালীন অধিনায়ক সালমান বাট। মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে তিনি চিনিয়েছিলেন এই অন্ধকার জগত। ফলে নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে আর কখনো বিবেচনা করা হয়নি সালমান বাটকে।

৩৯ বছর বয়সি সেই বাট এখন নিজেই নির্বাচন করবেন জাতীয় দল! পাকিস্তানের হয়ে ৩৩টি টেস্ট, ৭৮টি ওয়ানডে ও ২৪টি টি ২০ খেলা সাবেক এই ওপেনারের সতীর্থ ছিলেন আকমল, আনজুম, ওয়াহাব রিয়াজ এবং বর্তমান টিম ডিরেক্টর ও ভারপ্রাপ্ত প্রধান কোচ মোহাম্মদ হাফিজ।