Image description

বিনোদন ডেস্ক
আরটিএনএন: অভিনয়, ব্যক্তিত্ব এবং সৌন্দর্যে ভক্তদের হৃদয় জয় করেছেন অভিনেত্রী আইশা খান। শুধু চলচ্চিত্র, নাটক কিংবা ওয়েব সিরিজে অভিনয় নয়, বরং চরিত্র ও গল্পের গভীরতা দেখে কাজ বেছে নিয়ে তিনি একজন উদাহরণ হয়ে উঠেছেন। তবে, ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই আলোচনায় আসেন এই অভিনেত্রী। কখনো কোনো প্রেম বা গুঞ্জন তার সঙ্গে সম্পর্কিত শোনা যায়নি।

সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আইশা খান তার ক্যারিয়ার, শৈশব, প্রেম ও বিয়ের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। এই সাক্ষাৎকারে তিনি নিজের প্রেম জীবন এবং ভবিষ্যৎ জীবনসঙ্গী সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।

আইশা খান বলেন, স্কুল জীবনে আমি খুব রাফ অ্যান্ড টাফ পার্সোনালিটি নিয়ে চলাফেরা করতাম। এর কারণে হয়তো কেউ আমাকে প্রপোজ করতে সাহস পায়নি। যারা প্রপোজ করেছেন, তাদের সঙ্গে কিছু সময় কথা বলেছি, কিন্তু কোনো কিছু গা মেলানোর মতো বৈশিষ্ট্য চোখে না পড়ায় বুঝে গেছি, দূরত্ব বজায় রাখাই শ্রেয়।

তিনি বলেন, প্রেম না করলেও আইশা তার জীবনসঙ্গী হিসেবে যে গুণগুলো চান তা জানিয়েছেন। তার মতে, প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তার সঙ্গী অবশ্যই নামাজি হতে হবে। “আমার মাঝে মাঝে নামাজ একটু কম পড়া হয়ে যায়, তাই আমার সঙ্গী যদি নিয়মিত নামাজ পড়ে, তবে সে হবে আমার জন্য আদর্শ জীবনসঙ্গী।

আইশার পরিবারও নামাজের প্রতি বেশ সচেতন। আর নামাজের প্রতি মনোযোগের কারণে প্রায়ই তাকে তার মায়ের কাছ থেকে বকাঝকা শুনতে হয়।

এছাড়া, অভিনেত্রী আরও জানান, তার জীবনসঙ্গীর মধ্যে ভালো ব্যবহার এবং ভালো চরিত্রের অধিকারী হওয়া অত্যন্ত জরুরি। ভালো ব্যবহার আয়ত্তে আনা একেবারে সহজ কাজ নয়, তবে আমি চাই যে, আমার জীবনসঙ্গী সবাইকে সম্মান করতে জানে। এছাড়া, সে যদি একটু ট্র্যাভেল ফ্রিক হয়, তবে তো কথাই নেই। কারণ আমি ভ্রমণ পছন্দ করি, আর আমার সঙ্গীও যদি আমার সঙ্গে একটু ঘুরে আসতে পারে, তবে আমার কোনো আপত্তি নেই," যোগ করেন আইশা।

এছাড়া, বিয়ে নিয়েও তিনি কিছু পরিকল্পনা করেছেন। তিনি জানান, নিজের বিয়ের জন্য তারিখও ঠিক করে রেখেছেন ২১ ডিসেম্বর। তবে, সাল এখনও নির্ধারণ করেননি। ডিসেম্বর মাসে অনেকেই ১৬, ২৫, কিংবা ৩১ তারিখে বিয়ে করেন। তাই আমি চিন্তা করেছি, ২১ ডিসেম্বর আমার বিয়ে হবে। তবে তারিখটা ঠিক করলেও সাল এখন বলতে পারছি না। আগে জীবনসঙ্গী পেলে, তারপর বিয়ে হবে।