
খেলা ডেস্ক
আরটিএনএন: একবার খেলোয়াড়দের হতাশার কথা চিন্তা করুন। ফেডারেশন কাপ ফাইনালের নির্ধারিত সময়ের পুরোটা এবং অতিরিক্ত সময়ের প্রথমার্ধ খেলার পরও ম্যাচের ফল হলো না। আলোকস্বল্পতায় অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধ মাঠে না গড়ানোয় খেলাটি স্থগিত করা হয়েছে। ম্যাচের বাকি সময় খেলার দিনক্ষণ পরে জানাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ময়মনসিংহ রফিকউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে কিংস-আবাহনী ফেডারেশন কাপ ফাইনালের ৬ মিনিটেই কিংস এগিয়ে যায়। এর কয়েক মিনিট পর সমতা ফেরায় আবাহনী।
বিরতির পর খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যে ঝড়-বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। ঘণ্টাখানেক পর খেলা শুরু হলেও বৃষ্টির পানিতে স্বাভাবিক খেলা খেলতে পারেনি কোনো দলই। যার ফলে নির্ধারিত সময়ের বাকি অংশে আর গোল হয়নি।
১-১ সমতায় থাকা ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে প্রথমার্ধের ১২ মিনিটের মাথায় ফাউল করে লালকার্ড দেখেন কিংসের ফয়সাল হোসেন ফাহিম। তবে আলোক স্বল্পতার কারণে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধ আর মাঠে গড়ায়নি।
প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হওয়ায় জয়ের ভালো সম্ভাবনা দেখেছিল আবাহনী। তাই অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধ শুরু না করায় হতাশা প্রকাশ করে দলটি। এসময় আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রুপুকে বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়।