
সিলেট প্রতিনিধি
আরটিএনএন: সিলেটের ফেঞ্চুগঞ্জে চলন্ত নৌকায় বজ্রপাতে জিলাল মিয়া (৪৫) নামে এক মাঝির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত জিলাল মিয়া উপজেলার বাঘমারা গ্রামের মাছিম মিয়ার ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উজান গঙ্গাপুর খেয়াঘাট থেকে যাত্রী নিয়ে ফেঞ্চুগঞ্জ পূর্ববাজার খেয়াঘাটে আসছিলেন জিলাল। নৌকা চলন্ত অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান মাঝি। এ সময় স্থানীয়রা জিলালকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৌকায় থাকা চারজন যাত্রী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।