
খেলা ডেস্ক
আরটিএনএন: প্রিমিয়ার ফুটবল লিগে আজ মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ও মোহামেডান। কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
দুদলেরই হোম ভেন্যু কুমিল্লা। দুদলের সমর্থকরাই ম্যাচটি দেখতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। এ মৌসুমে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এটি তৃতীয় সাক্ষাৎ লিগে দ্বিতীয়।
লিগে প্রথম দেখায় ঢাকা আবাহনীকে ১-০ গোলে হারিয়েছিল মোহামেডান। তবে প্রথমপর্বের আবাহনীর সঙ্গে দ্বিতীয় পর্বে বেশ পার্থক্য। শুধু স্থানীয় ফুটবলার নিয়ে দল গড়ে মৌসুম শুরু করেছিল আবাহনী। মধ্যবর্তী দলবদলে তারা দুই বিদেশি যোগ করে নিজেদের শক্তি বাড়িয়ে নিয়েছে। ফলও তারা পেতে শুরু করেছে।
ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আবাহনী। মোহামেডান যেখানে এই টুর্নামেন্টের গ্রুপপর্বই পেরোতে পারেনি। পয়েন্ট টেবিলের দিক থেকেও এই ম্যাচ গুরুত্বপূর্ণ। শীর্ষে থাকা মোহামেডানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আবাহনী। আজ তারা সাদা-কালোদের হারিয়ে দিতে পারলে ২৯ পয়েন্ট নিয়ে ব্যবধান অনেকটাই কমিয়ে আনতে পারবে।
অন্যদিকে শীর্ষে থাকা মোহামেডানের ৩০ পয়েন্ট। আজ তারা জিতলে আবাহনীকে অনেকটা পেছনে ফেলতে পারবে ৩৩ পয়েন্ট নিয়ে। এমন ম্যাচে কেউ পয়েন্ট হারাতে চাইবে না। লিগের ১২তম রাউন্ডে আজ আরও দুটি ম্যাচ রয়েছে।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে টেবিলের তৃতীয় স্থানে থাকা কিংসের মুখোমুখি হবে রহমতগঞ্জ। একই সময়ে ময়মনসিংহের রফিক উদ্দীন ভূঁইয়া স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন।