Image description

খেলা ডেস্ক
আরটিএনএন: ভারত এবং পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পেহেলগামে হামলার পর দুই দেশের উচ্চপর্যায়ে অনেক কথা চালাচালি হচ্ছে। এই ঘটনার পর প্রথমবার খেলার মাঠে মুখোমুখি দেখায় পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারত। বেসবল এশিয়া কাপের বাছাইপর্বের পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে দিয়েছেন মনবীর কৌর, হরবিন্দর কৌররা।

ব্যাংককে আয়োজিত মহিলাদের বেসবল এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। তাতে শেষ হাসি হেসেছে ভারতীয় দল। নির্ধারিত সময়ের খেলা ১-১ ব্যবধানে শেষ হওয়ার পর টাইব্রেকারে জয় পেয়েছে ভারতীয় দল।

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চিঠি লিখে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) জানিয়েছে, কোনো প্রতিযোগিতায় ভারতীয় দলকে যেন পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রাখা না হয়। ভারতে বন্ধ হয়েছে পাকিস্তান সুপার লিগের সম্প্রচারও।

এছাড়া ভারতের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্তেও অনড় বিসিসিআই।