Image description

জাবি প্রতিনিধি
আরটিএনএন: ৩২ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে নির্বাচন। 

 বহুল প্রতীক্ষিত এ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে জোর প্রস্তুতি ও প্রাণচাঞ্চল্য দেখা দিলেও কেন্দ্রীয় বিতর্কে উঠে এসেছে জাকসুর নিজস্ব ভবনের করুণ চিত্র। 

সরেজমিন দেখা যায়, দীর্ঘদিন ধরে ভবনটি অরক্ষিত ও কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বাইরের নামফলক বিবর্ণ ও অস্পষ্ট, ভেতরে নেই কোনো আসবাবপত্র বা বৈদ্যুতিক সংযোগ। ভেতরের পরিবেশ যেন বহু বছর ধরে ব্যবহারের বাইরেই ছিল। 

শুধু অব্যবস্থাপনা নয়, শিক্ষার্থীরা আরও অভিযোগ করেছেন, সন্ধ্যার পর এই ভবন এলাকায় নিয়মিত মাদক সেবীদের আড্ডা বসে। এতে সৃষ্টি হয়েছে নিরাপত্তাহীনতা, সেই সঙ্গে প্রশ্ন উঠেছে ভবিষ্যতে জাকসুর কার্যক্রম পরিচালনার বাস্তবতা নিয়েও।

 বিশ্ববিদ্যলিয়ের ৪৮ ব্যাচের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, তফসিল ঘোষণার পর থেকে জাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে একটা আমেজ তৈরি হয়েছে। প্রশাসনের উচিত এই আমেজে ইতিবাচক সাড়া দেওয়া। এ রকম একটা পদক্ষেপ হতে পারে জাকসু ভবন সংস্কার। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে জাকসু ভবন আবার সচল হয়ে উঠবে আশা করি। জাকসু ভবন শিক্ষার্থীরা সচল করবে, কর্তৃপক্ষ অবকাঠামো সংস্কারে সাহায্য করুক। 

বিশ্ববিদ্যলিয়ের ৪৮ ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা বলেন, জাকসুর ভবন শুধু একটি দাপ্তরিক কাঠামো নয়, এটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার প্রতীক। সেই প্রতীকেরই যদি এমন করুণ দশা হয়, তাহলে তা একটি প্রজন্মের প্রতিনিধিত্বের স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। আশা করছি, নির্বাচনের পূর্বেই জাকসু ভবনের সংস্কার হবে। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, জাকসু ভবন আমরা ইতোমধ্যে পরিদর্শন করেছি। এখন পুন:নির্মাণ সম্ভব নয়, তবে অবকাঠামোগত উন্নয়নের নির্দেশনা দেওয়া হয়েছে।