
খেলা ডেস্ক
আরটিএনএন: তাসকিন আহমেদ-নাহিদ রানাদের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসকে বিদায় দিয়েছে বিসিবি। কিউই এই বোলিং কোচের জায়গায় দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ান পেসার শন টেইট। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে টাইগার ক্রিকেট বোর্ড।
এ মাসের শেষে দিকে দলের সঙ্গে যোগ দেবেন টেইট। টাইগারদের সঙ্গে কাজ করবেন ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত।
এ মাসের শেষে দিকে দলের সঙ্গে যোগ দেবেন টেইট। টাইগারদের সঙ্গে কাজ করবেন ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। চুক্তি করে টেইট বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার এটা ভালো সময়, কিছুটা নতুন যুগ। এটা প্রায়ই বলা হয়, পেসারদের মেধা আছে, এটা ভালো দিক। আন্তর্জাতিক ক্রিকেটে মেধা থেকে ফল বের করে আনার চেষ্টা করা হয়, এটা জয়ের দিকে ফোকাস করে। ফিল সিমন্সের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে খুশি।’
বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার এটা ভালো সময়, কিছুটা নতুন যুগ। এটা প্রায়ই বলা হয়, পেসারদের মেধা আছে, এটা ভালো দিক।
এরআগে, বাংলাদেশের পেস বিভাগের উন্নতিতে নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামসকে নিয়োগ দিলেও তার পারফরম্যান্সে খুশি হতে পারেনি বোর্ড। তাই ২০২৬ এর ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি থাকলেও তার বহু আগেই তাকে বিদায় জানায় বিসিবি। সে জায়গাতেই এসেছেন টেইট।
অস্ট্রেলিয়ার জার্সিতে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টিতে খেলেছেন টেইট। খেলা ছাড়ার পর কাজ করেছেন পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে। সর্বশেষ বিপিএলে ছিলেন চিটাগং কিংসের প্রধান কোচ। সেই সময় বাংলাদেশি পেসারদের দেখেছেন কাছ থেকে। বিসিবিও তার ওপর নজর রেখেছিল। এবার টেইট পেলেন দায়িত্ব।