Image description

খেলা ডেস্ক 
আরটিএনএন: ভারত-পাকিস্তান উত্তেজনায় শঙ্কা তৈরি হয়েছিল। লিটন দাসদের সফরও সংশয়ে পড়েছিল। তবে বিসিবি দিয়েছে সবুজ সংকেত। পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন আজ জানিয়েছে, নির্ধারিত সময়েই বসবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। ২১ মে আমিরাত থেকে টাইগাররা পৌঁছাবে পাকিস্তানে।

সূচি অনুযায়ী, দুইটি টি-টোয়েন্টি খেলতে বুধবার সকালে আমিরাতের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। এরপর টাইগাররা পাকিস্তানের বিপক্ষে খেলবে পাঁচ টি-টোয়েন্টি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এই ব্যাপারে আলোচনা করতে শনিবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড ডিরেক্টররা বৈঠকও করেন। সোমবার এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, শঙ্কা কেটে গেছে। নির্ধারিত সময়ে হবে সিরিজ। দুদেশের বোর্ডের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছে গণমাধ্যমটি।

লিটনদের পাকিস্তান সফর নিয়ে বোর্ড সভাপতি ফারুক বলেন, ‘পাকিস্তানেই হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তো ওদের সব বন্ধ হয়েছে (ভারত-পাকিস্তান উত্তেজনা)। আমরা দুবাইয়ে (সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে) যাচ্ছি। সেখানে দুটো ম্যাচ হওয়ার পর বুঝতে পারব কী অবস্থা। পাকিস্তান সিরিজ নিয়ে আশাবাদী, ইনশা-আল্লাহ।’

পাকিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, বাংলাদেশের বিপক্ষে সিরিজটি শুরু হবে মে মাসের শেষদিকে। ২৫ মে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় টি-টোয়েন্টি ২৭ মে। কুড়ি কুড়ির এই দুটি ম্যাচ বসবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। পরের তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ৩০ মে, পহেলা জুন ও ৩ জুন। ম্যাচগুলো বসবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় রাত আটটায়।

 ২১ মে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল। ২২ ও ২৪ মে ইকবাল স্টেডিয়ামে অনুশীলন করবে টাইগাররা। এর একদিন পর পাকিস্তানের বিপক্ষে শুরু হবে কুড়ি কুড়ির লড়াই। এফটিপি অনুযায়ী সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। কিন্তু বিশ্বকাপের কথা মাথায় রেখে বিসিবি ও পিসিবি পাঁচটি টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছে।

এই সিরিজের পর বাংলাদেশ সফর করবে পাকিস্তান। খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কুড়ি কুড়ির সেই সিরিজের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে—২০, ২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচ বসবে ঢাকার শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।