Image description

নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ করে অধ্যাদেশ জারি করায় সরকারকে অভিনন্দন জানিয়েছে বিসিএস আয়কর অ্যাসোসিয়েশন। 

মঙ্গলবার সকালে বিসিএস আয়কর অ্যাসোসিয়েশনের ফেসবুক পেইজে এ অভিনন্দন বার্তা জানানো হয়। 

অ্যাসোসিয়েশনের সভাপতি মোতাসিম বিল্লাহ ফারুকী অভিনন্দন বার্তায় বলেন, ‘সবাইকে ধন্যবাদ, আমাদের দাবি মেনে অধ্যাদেশ জারি হয়েছে। আমরা আনন্দিত। ধন্যবাদ অর্থ উপদেষ্টা ও চেয়ারম্যানকে। আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বাকি বিষয়গুলো উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আলোচনা করে, চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে পরবর্তী পদক্ষেপ জরুরি। সবাই মিলেমিশে কাজ করতে হবে। ’

উল্লেখ্য, বহুল আকাঙিক্ষত রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ সোমবার রাতে জারি করা হয়। গেজেট জারির পরপরই আয়কর ও কাস্টমস কর্মকর্তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই অধ্যাদেশ জারির মধ্য দিয়ে কর ও কাস্টমস ক্যাডারের অধিকাংশ দাবি বাস্তবায়িত হয়েছে বলে যুগান্তরকে জানান। 

জারি করা অধ্যাদেশে শুধু রাজস্বনীতি বিভাগের কার্যপরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলোতে অ্যাডমিন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে।

এ অধ্যাদেশের আরেকটি ভালো দিক হচ্ছে-কর ক্যাডার কর্মকর্তারা শাসিত হবে কর ক্যাডার দ্বারা এবং শুল্ক ক্যাডার কর্মকর্তারা শুল্ক ক্যাডার দিয়ে শাসিত হবেন।