
বিনোদন ডেস্ক
আরটিএনএন: ঘটনা ২০০৫ সাল। বলিউড সিনেমা ‘লাকি: নো টাইম ফর লাভ’ সিনেমাটি মুক্তি পায়। সেখানে দেখা যায় বলিভাইজানখ্যাত সালমান খানের সঙ্গে অভিনেত্রী স্নেহা উল্লালকেও। সেই সিনেমার মাধ্যমেই বলিউডে পা রাখেন অভিনেত্রী। সেই সিনেমায় ভাইজান অভিনয় করেছিলেন আদিত্যের চরিত্রে। এই রোমান্টিক সিনেমার শুটিং চলাকালীন এক মজার ঘটনা মনে করলেন সিনেমার পরিচালক রাধিকা রাও এবং বিনয় সাপরু।
হিন্দি রাশ ইউটিউব চ্যানেলে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রাধিকা রাও এবং বিনয় সাপরু জানান, শুটিংয়ের সময় সালমান একটি পার্টি দিয়েছিলেন। সেখানে আমন্ত্রিত ছিলেন সিনেমার সঙ্গে যুক্ত রাশিয়ার একটি টেকনিক্যাল টিমও। পরিচালক তাদের আগেই সাবধান করেছিলেন, এটি সালমান খানের পার্টি খুব সহজ নয়। সকালবেলা কাজে আসতে হলে এই পার্টিতে যাওয়া যাবে না।
কিন্তু রাশিয়ার কর্মীরা মানতে নারাজ ছিলেন। তারা বলেন, আমরা রাশিয়ান। আমাদের মদ খাওয়ায় কেউ হারাতে পারবে না। সেই আত্মবিশ্বাস নিয়ে তারা হাজির হন পার্টিতে।
পরিচালক বলেন, শুরু হয় টানা ভদকা খাওয়ার লড়াই। রাতভর চলতে থাকে মদপান। তারা প্রমাণ করতে চাইছিলেন— রাশিয়ানদের মতো মদপান কেউ করতে পারে না। কয়েক ঘণ্টার মধ্যেই তাদের মাথা ঘুরতে থাকে।
রাধিকা বলেন, কিছু লোক সিঁড়ি দিয়ে গড়িয়ে নামছিলেন, আবার কেউ ওখানেই মাটিতে লুটিয়ে পড়েছিলেন। পরের দিন যখন তারা সেটে এলেন, মাথা ধরে বেশিরভাগ শুয়ে রইলেন। রাশিয়ানরা অত্যন্ত পেশাদার। তাই শুটিং বন্ধ থাকবে এ রকম একটা কারণে, এটা মেনে নিতে পারেননি।
তিনি বলেন, অথচ সালমান একদম সময়মতো শুটিং সেটে হাজির। পুরোপুরি ফিট। আর একেবারে ফুরফুরে। রাশিয়ার কর্মীরা নিজেরাই স্বীকার করেন— তার শরীরে একটুও হ্যাংওভার ছিল না। আমরা সবাই নাস্তানাবুদ, আর উনি ছিলেন একদম ফুরফুরে মেজাজে। সত্যিই কথা বলে সালমানকে দেখে সবাই বেশ অবাকও হয়েছিলেন সেদিন।