Image description

আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন: পাকিস্তান কি পারমাণবিক অস্ত্র পরিচালনার জন্য যথেষ্ট দায়িত্বশীল- এমন প্রশ্ন তুলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি তিনি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক তদারকির আওতায় আনতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী দেওয়া এহেন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে বলেছে, রাজনাথ সিং-এর এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ভারতের গভীর অনিরাপত্তাবোধ এবং পাকিস্তানের কার্যকর প্রতিরক্ষা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রচলিত সামরিক ক্ষমতার মাধ্যমে প্রতিরোধ গঠনের সক্ষমতা নিয়ে হতাশার বহিঃপ্রকাশ। 

পাকিস্তান মনে করে, ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গঠনের জন্য নিজেদের প্রচলিত সামরিক সক্ষমতাই যথেষ্ট। কোনো ধরনের ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’-এর প্রয়োজন নেই, যেটা ভারত নিজেই বহন করে বেড়ায়।

ব্রিফিংয়ে আরও বলা হয়েছে, ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-র ম্যান্ডেট ও দায়িত্ব সম্পর্কে তার চরম অজ্ঞতাও প্রকাশ করে। বরং ভারতে পরমাণু ও তেজস্ক্রিয় পদার্থের চুরি এবং অবৈধ পাচারের পুনঃপুন ঘটনার কারণে আইএইএ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্বিগ্ন হওয়া উচিত।

এতে উল্লেখ করা হয়, ‘মাত্র গত বছর ভারতের ভাভা অ্যাটোমিক রিসার্চ সেন্টার (বিএআরসি) থেকে চুরি যাওয়া একটি তেজস্ক্রিয় যন্ত্রসহ পাঁচজনকে দেহরাদুনে আটক করা হয়। পরবর্তীতে একটি চক্রের কাছ থেকে চরম তেজস্ক্রিয় ও বিষাক্ত পদার্থ ‘ক্যালিফোর্নিয়াম’ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১০ কোটি মার্কিন ডলার। ২০২১ সালে ক্যালিফোর্নিয়াম চুরির ৩টি ঘটনা নথিভুক্ত হয়।

এসব ধারাবাহিক ঘটনা ভারতের পারমাণবিক ও তেজস্ক্রিয় পদার্থের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে এবং দেশটির ভেতরে সংবেদনশীল, দ্বৈত-ব্যবহারযোগ্য উপকরণের একটি কালোবাজার সক্রিয় রয়েছে বলে ইঙ্গিত দেয়’।

পাকিস্তান এসব ঘটনার স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে। পাশাপাশি ভারতকেও তার নিজের পারমাণবিক স্থাপনা ও অস্ত্রভাণ্ডারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

এর আগে, বৃহস্পতিবার বিকালে রাজনাথ সিং ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে ভারতীয় সেনাবাহিনীর ১৫ কোর সদর দপ্তর পরিদর্শন করেন এবং সেখানে সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। 

এ সময় তিনি বলেন, বিশ্ব জানে আমাদের সেনাবাহিনীর লক্ষ্য কতটা নিখুঁত এবং তারা যখন আঘাত হানে, তখন শত্রুরাই হিসাব রাখে। আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্প কতটা দৃঢ়, তা বোঝা যায় এই কথায় যে আমরা পাকিস্তানের পারমাণবিক ব্ল্যাকমেইলের তোয়াক্কা করিনি।

রাজনাথ সিং আরও বলেন, গোটা বিশ্ব দেখেছে কীভাবে পাকিস্তান দায়িত্বজ্ঞানহীনভাবে ভারতকে হুমকি দিয়েছে। আজ শ্রীনগরের মাটি থেকে আমি এই প্রশ্ন তুলতে চাই—এমন এক দায়িত্বজ্ঞানহীন ও উচ্ছৃঙ্খল দেশের হাতে কি পারমাণবিক অস্ত্র নিরাপদ?

তিনি আরও বলেন, আমি মনে করি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র তত্ত্বাবধানে নেওয়া উচিত। 

মূলত তার এই বক্তব্যেরই পালটা জবাব দিয়ে নিন্দা জানিয়েছে পাকিস্তান।