
খেলা ডেস্ক
আরটিএনএন: ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলারদের তালিকা করা হলে গ্যারি লিনেকারের নাম অগ্রভাগেই থাকবে। ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি। খেলেছেন বার্সেলোনা, টটেনহ্যাম, লেস্টার সিটির মতো ক্লাবে। তবে এমন খ্যাতিমান খেলোয়াড়কেও ফিলিস্তিনের সমর্থন করার কারণে ভুগতে হচ্ছে।
ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) জনপ্রিয় ফুটবল বিষয়ক অনুষ্ঠান ‘ম্যাচ অব দ্য ডে’র সঞ্চালনা করতেন লিনেকার। তবে ফিলিস্তিনের সমর্থন এবং ইসরাইলের জায়নবাদের বিরোধিতা করায় দীর্ঘ ২৫ বছর কাজ করার পর তাকে বিবিসির জনপ্রিয় অনুষ্ঠানটি ছাড়তে হচ্ছে। চলতি মৌসুম দিয়েই শেষ হবে বিবিসির সঙ্গে তার সম্পর্ক।
সম্প্রতি ফিলিস্তিনকে সমর্থন করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন লিনেকার। সে পোস্টে ইসরাইলের জায়নবাদেরও সমালোচনা করা হয়। তবে তার পোস্টে ব্যবহৃত একটি ইমোজি ‘ইহুদি-বিরোধী’ বলে ধোয়া তোলে একটি মহল। পরে অবশ্য পোস্টটি মুছে ফেলেন ইংল্যান্ডের এই কিংবদন্তি ফুটবলার। এই পোস্টের জেরেই বিবিসি ছাড়তে হচ্ছে লিনেকারকে।
মানবাধিকার কর্মীরা বলছে, বিবিসি থেকে লিনেকারের এমন বিদায় পশ্চিমা গণমাধ্যমে একটি ক্রমবর্ধমান প্রবণতার অংশ। যেখানে যারা ইসরায়েলের সমালোচক বা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেন, তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। তাদের ভাষ্য, এই ঘটনা যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাম্প্রতিক ঘটনাবলিকে মনে করিয়ে দেয়, যেখানে সাংবাদিক, শিক্ষাবিদ, এমনকি বিনোদনজগতের ব্যক্তিরাও ফিলিস্তিনপন্থী মত প্রকাশ করায় চাকরি হারিয়েছেন।
তবে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমর্থন পাচ্ছেন লিনেকার। #IStandWithGary কিংবা #FreeSpeechMatters -এর মতো হ্যাশট্যাগগুলো এখন সামাজিক মাধ্যমে ট্রেন্ড করছে।