Image description

গাইবান্ধা প্রতিনিধি
আরটিএনএন: গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা নজরুল ইসলাম নজিরকে (৪০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ড সভাপতি। তিনি ওই গ্রামের মৃত তফাজ্জল হোসেনের পুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার গভীর রাতে শীতল গ্রামে তার দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে। রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে খুঁজতে থাকে। রোববার সকালে বাড়ি থেকে কিছু দূরে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে আত্মীয়-স্বজনরা ছুটে যায়। খবর পেয়ে থানা পুলিশ সকালে তার লাশ উদ্ধার করে। 

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, গত রাতে বাড়ির পাশেই দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে। হত্যার কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। লাশ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। 

এদিকে এ ঘটনায় এলাকাবাসী দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।