
খেলা ডেস্ক
আরটিএনএন: চলমান আইপিএলে দুদলেরই অবস্থা বেশ নাজুক। পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের। সেই দুদলের লড়াইয়ে চেন্নাইয়ে হারিয়ে স্বস্তির এক জয় পেয়েছে হায়দরাবাদ। যেখানে ইনিংসের প্রথম বলে উইকেট তুলে নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন তারকা পেসার মোহাম্মদ শামি।
১০ দলের আইপিএলে ৯ ম্যাচ শেষে তাতে ৬ পয়েন্ট নিয়ে হায়দরাবাদের অবস্থান টেবিলের ৮ নম্বরে। অন্যদিকে সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চেন্নাইয়ের অবস্থান টেবিলের তলানিতে। অন্যদিকে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষ গুজরাট।
শুক্রবার রাতের ম্যাচে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে নেমে ব্যাটিংয়ে হতাশ করেছে চেন্নাই। মাত্র ১৫৪ রানে অলআউট হয়ে গিয়েছে দলটি। যেখানে দলীয় সর্বোচ্চ ২৫ বলে ৪২ রান এসেছে দেওয়াল্ড ব্রেভিসের ব্যাট থেকে। অন্যদিকে ২৮ রান খরচায় ৪ উইকেট তুলেছেন হার্শাল প্যাটেল।
তার আগে, আইপিএলের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ওপেনিং জুটি দিয়ে ইনিংস শুরু করে চেন্নাই। ২১ বছরের কম বয়সি দুই ওপেনার শায়েক রশিদ ও আয়ুশ মাহাত্রকে দিয়ে ইনিংস শুরু করে চেন্নাই। যাদের বয়স যোগ করলে দাঁড়ায় ৩৮ বছর ১৩১ দিন। তবে সাফল্য আসেনি তাতে। ইনিংসের প্রথম বলেই রশিদকে স্লিপে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান শামি। আর তাতেই বিশ্বরেকর্ড হয়।
প্রথম বলে উইকেট নিয়েই আইপিএলে সবচেয়ে বেশি ইনিংসের শুরুতে শিকার ধরার রেকর্ড এখন ৩৪ বছর বয়সি পেসারের। এ নিয়ে শামি সর্বোচ্চ চারবার ইনিংসের প্রথম বলে উইকেট নিয়েছেন। এর আগে দ্বিতীয় সর্বোচ্চ তিনবার করে ইনিংসের প্রথম বলে উইকেট শিকারের রেকর্ড রয়েছে ৬ ক্রিকেটারের। তারা হচ্ছেন– লাসিথ মালিঙ্গা, অশোক দিন্দা, প্রভিন কুমার, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও ট্রেন্ট বোল্ট।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি হায়দরাবাদের। ব্যাট হাসেনি অভিষেক শর্মা ও ট্রাভিস হেডের। পরে ঈশান কিষাণের ৪৪ ও শেষ দিকে কামিন্দু মেন্ডিস ও নিতিশ কুমার রেড্ডির ব্যাটে ভর করে ১৮.৪ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয়ের দেখা পায় হায়দরাবাদ।
Comments