
খেলা ডেস্ক
আরটিএনএন: সাবেক ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ মনে করেন, টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসর নেওয়ার পেছনে বড় কারণ ছিল বিসিসিআই ও নির্বাচকদের পর্যাপ্ত সমর্থনের অভাব। কাইফ বলেছেন, কোহলি টেস্ট খেলতে আগ্রহী ছিলেন। কিন্তু দলের ভেতরে যা ঘটেছে, তার জেরেই এই হঠাৎ সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে।
১২ মে, ইংল্যান্ড সফরের ঠিক আগে হঠাৎ করেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান বিরাট কোহলি। এর কিছুদিন আগেই টেস্ট ছাড়েন অধিনায়ক রোহিত শর্মাও। ক্রিকেট দুনিয়া বিস্মিত হয় কোহলির এমন সিদ্ধান্তে।
মোহাম্মদ কাইফ বলেন, ‘আমি মনে করি ও (কোহলি) টেস্ট চালিয়ে যেতে চেয়েছিল। বিসিসিআইয়ের সঙ্গে নিশ্চয়ই কিছু কথাবার্তা হয়েছে। নির্বাচকরা হয়তো গত পাঁচ-ছয় বছরের পারফরম্যান্সের কথা বলে দিয়েছে, ওর জায়গা দলে আর নেই। আমাদের এসব কখনও জানা যাবে না। ভেতরে কী হয়েছে তা বলা কঠিন।’
তিনি আরও বলেন, ‘রনজি ট্রফি খেলেছিল কোহলি। যেভাবে হঠাৎ এই সিদ্ধান্ত নিল, সেটা দেখে আমার মনে হয়, সে ফেরার ইচ্ছা নিয়ে তৈরি হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত হয়তো বিসিসিআই ও নির্বাচকদের কাছ থেকে যেটুকু সমর্থন আশা করেছিল, সেটা পায়নি।’
অস্ট্রেলিয়া সফরের খারাপ পারফরম্যান্সও কোহলির অবসরের একটি বড় কারণ বলে মনে করেন কাইফ। সেই সিরিজে কোহলি ৯ ইনিংসে করেছিলেন মাত্র ১৯০ রান, গড় ছিল ২৩.৭৫। কাইফ বলেন, ‘বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ওর মধ্যে রান করার তাড়া ছিল। আগে যেভাবে ধৈর্য ধরে বল ছেড়ে দিত, বোলারদের ক্লান্ত করে তুলত, সেটা এবার দেখা যায়নি। বারবার স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছে। মনে হচ্ছিল, কোহলি আর আগের মতো উইকেটে ঘন্টার পর ঘন্টা থাকতে পারছে না।’
তিনি আরও যোগ করেন, ‘হয়তো ভাবছিল, ক্যারিয়ারের শেষ ধাপে এসে আর লড়াকু ইনিংস খেলার মানে কী! এই একটাই আউট হওয়ার ধরণ বলে দিচ্ছে, সে আর আগের মতো প্রস্তুত নয়। বিসিসিআইয়ের তরফ থেকে সঠিক বার্তা না পাওয়া এবং নিজের ভেতরের উপলব্ধিই হয়তো তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।’
Comments