Image description

খেলা ডেস্ক 
আরটিএনএন: ভারতের অরুণাচলে চলমান সাফ অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।

শুক্রবার (১৬ মে) নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। খেলার প্রথমার্ধে দুদলের ম্যাচটি গোলশূণ্য ছিল। আক্রমণ-পাল্টা আক্রমণে গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে খেলতে দুটি গোল আদায় করে নেয় বাংলাদেশ। ৭৩ মিনিটে ম্যাচে ডেথলক ভাঙেন আশিকুর রহমান। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নার থেকে উড়ে আসা বলে হেডে গোল করেন আশিক। এরপর ৮০ মিনিটে প্রতিপক্ষের দুজনকে ব্যর্থ বক্সের মধ্যে বল পেয়ে যান মানিক। গোলটি তার পা হতেই আসতে পারতো। কিন্তু সেটি না করে অধিনায়ক ফয়সালের দিকে বল বাড়িয়ে দেন এই ফুটবলার। আলতো টোকায় গোল করেন ফয়সাল।

এই দুই গোলেই ফাইনালের উঠার আনন্দের উপলক্ষ্য পেয়ে যায় বাংলাদেশ যুব দল। ১৮ মে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল ভারত কিংবা মালদ্বীপ।