Image description

বিনোদন ডেস্ক  
আরটিএনএন: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। নিজের ব্যক্তিগত জীবনের নানা কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময় আলোচনায় থাকেন এই নায়িকা। সম্প্রতি একটি শিম্পাঞ্জির সঙ্গে ছবি তুলে সমালোচনার মুখে পড়লেন তিনি। 

এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের মনোনয়ন না পেয়ে স্বামী যশকে নিয়ে ছুটি কাটাতে থাইল্যান্ডে গেছেন নুসরাত।সেখানে একটি ভিডিও ধারণ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘চমৎকার রোববার। সে ভালোবাসা ও চুম্বন দিয়েছে।’

 এই ভিডিও পোস্ট করে বেশ কটাক্ষের শিকার হয়েছেন নুসরাত। অভিনেত্রী ও শিম্পাঞ্জির ঠোঁট নিয়ে আজেবাজে মন্তব্যে মেতেছেন অনেকে। কেউ লিখেছেন, ‘দুজনের ঠোঁট একইরকম।’

মাহবুবা নামের একজন লেখেন, ‘সেম সেম লাগে দুইটারে।’

আরেকজন লেখেন, ‘বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই ভাইবোন! আমি কেন্দে দিয়েছি!’ 

টালিপাড়ার এই নায়িকা সম্প্রতি ঠোটের সার্জারি করিয়েছেন। ঠোটের আকর্ষণীয়তা বাড়াতেই তিনি এ সার্জারি করান। সেটাই চোখে পড়েছে নেটিজেনদের। আর কটাক্ষের শিকার হচ্ছেন।