
আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন: ইন্দোনেশিয়া সরকার জানিয়েছে, জাকার্তায় অনুষ্ঠিতব্য জিমন্যাস্টিকস বিশ্বচ্যাম্পিয়নশিপে ইসরাইলি ক্রীড়াবিদদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।
বিশ্বের সর্বাধিক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ফিলিস্তিনের প্রতি দীর্ঘদিনের সমর্থনের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরাইল।
যদিও সম্প্রতি জাতিসংঘে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ইসরাইলের নিরাপত্তার বিষয়েও সমর্থন প্রকাশ করেছিলেন, তবুও দেশে ইসরাইলি অংশগ্রহণের বিরুদ্ধে ব্যাপক জনঅসন্তোষ দেখা দিয়েছে।
আগামী ১৯ অক্টোবর জাকার্তায় শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্টে ৮৬টি দেশ অংশ নেওয়ার কথা রয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে আছেন ২০২০ অলিম্পিক স্বর্ণপদকজয়ী ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আরতেম দোলগোপিয়াত, যিনি পুরুষদের ফ্লোর এক্সারসাইজে প্রতিদ্বন্দ্বিতা করার কথা।
তবে এখন ইসরাইলের অংশগ্রহণ অনিশ্চিত। ইসরাইলি জিমন্যাস্টিকস ফেডারেশন জুলাই মাসে জানিয়েছিল যে, ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ তাদের দলকে অংশগ্রহণের নিশ্চয়তা দিয়েছিল—যা দেশের দীর্ঘদিনের নীতির পরিপন্থি ছিল, কারণ ইন্দোনেশিয়া অতীতে কখনও বড় ক্রীড়া আসরে ইসরাইলি দলকে আতিথ্য দেয়নি।
দেশটির আইনমন্ত্রী ইউস্রিল ইহজা মাহেন্দ্র শনিবার এক বিবৃতিতে স্পষ্ট করে বলেন, ‘জাকার্তায় অনুষ্ঠিতব্য বিশ্ব জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য ইসরাইলি খেলোয়াড়দের ভিসা দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর পূর্ববর্তী নির্দেশনার সঙ্গে সঙ্গতিপূর্ণ।
যদিও জাতিসংঘে সাম্প্রতিক বক্তৃতায় সুবিয়ান্তো বলেছিলেন, ‘আমাদের ইসরাইলের নিরাপত্তা ও সুরক্ষাকেও স্বীকৃতি দিতে হবে, শ্রদ্ধা করতে হবে এবং নিশ্চয়তা দিতে হবে। কেবল তখনই প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হতে পারে।’
মাহেন্দ্র জানান, ইন্দোনেশিয়ান জিমন্যাস্টিকস ফেডারেশন ছয়জন ইসরাইলি খেলোয়াড়ের জন্য পূর্বে ভিসা স্পনসরশিপ চিঠি জমা দিয়েছিল, কিন্তু পরে তারা সেই চিঠি প্রত্যাহার করে নিয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে দেশটির রাজনীতিবিদ ও মধ্যপন্থি মুসলিম সংগঠনগুলো ইসরাইলি দলের অংশগ্রহণ ঠেকাতে সরব হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অসংখ্য ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করেছেন, তারা বলছেন—যে দেশ ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, তার খেলোয়াড়দের ইন্দোনেশিয়ায় স্বাগত জানানো যায় না।
ইসরাইলি জিমন্যাস্টিকস ফেডারেশন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
গাজায় চলমান যুদ্ধকে কেন্দ্র করে ইসরাইলের বিরুদ্ধে বৈশ্বিক ক্ষোভ এখন ক্রীড়া ও সংস্কৃতির মঞ্চেও ছড়িয়ে পড়েছে, এবং জাকার্তার এই সিদ্ধান্ত সেই প্রবণতারই সাম্প্রতিক উদাহরণ।
Comments