Image description

পাবনা প্রতিনিধি 
আরটিএনএন: চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন সার্ভিস চালুর ঘোষণা না আসলে ঢাকার রেল ভবনের সামনে অবস্থান কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন শেকড় পাবনা ফাউন্ডেশন নামে একটি সংগঠন।

আজ শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় পাবনা প্রেসক্লাব অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি খান হাবিব মোস্তফা এই হুশিয়ারি দেন।

খান হাবিব মোস্তফা বলেন, পুরনো জেলা হলেও পাবনা বরাবরই অবহেলিত। দীর্ঘদিন শেকড় পাবনা ফাউন্ডেশন এ বিষয়ে কথা বলে আসছে। ঢাকা-পাবনা সরাসরি রেল চালুসহ চারটি দাবি দ্রুত বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। আমাদের ধারণা এর পেছনে কোনো ষড়যন্ত্র চলছে। আমরা ওই ষড়যন্ত্রকারীদের সতর্ক করতে চাই। একই সঙ্গে বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা-পাবনা সরাসরি ট্রেল চালুর ঘোষণা না আসলে প্রয়োজনে রেল ভবনের সামনে অবস্থান নেবে পাবনাবাসী।

তিনি আরো বলেন, দেশের রাষ্ট্রপতি পাবনার সন্তান। তিনি পাবনায় এসে ঢাকা-পাবনা ট্রেন চালুর ঘোষণা দেন। কিন্তু নোংরা রাজনীতির কারণে আজও তা বাস্তবায়ন হয়নি। তাই আমরা এ নিয়ে শঙ্কিত। এছাড়া পাবনার ষোলোটি উন্নয়ন রুপকল্পের মধ্যে ঈশ্বরদী বিমানবন্দর চালু, কাজিরহাট ফেরীঘাটকে খয়েরচরে স্থানান্তর, পাবনা শহরের প্রধান সড়ক প্রশস্তকরণসহ চারটি দাবি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।