নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন: রাজধানীতে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান এর পক্ষ থেকে গুলশান পূর্ব থানার উদ্যোগে আত্নকর্মসংস্থান তৈরির বেকারদের মাঝে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের কোটি কোটি যুবক আজ বেকার।তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারার কারণে তারা আজ মাদকাসক্তসহ নানান সামাজিক অবক্ষয়মূলক কর্মকান্ডে জড়িয়ে যাচ্ছে।যদি পরিকল্পিতভাবে এ যুবকদের কাজে লাগানো যায়,তাহলে দেশ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বি হবে।জামায়াতের পক্ষ থেকে সাধ্যনুযায়ী কর্মসংস্থান তৈরির লক্ষে আমরা ভ্যান বিতরণ,দোকান তৈরি করপ দেওয়া,সেলাই মেশিন বিতরণ ও কারিগরি প্রশিক্ষণসহ নানান কার্যক্রম চালিয়ে যাচ্ছি।তিনি আরও বলেন,আমীরে জামায়াতের নেতৃত্বে আগামী দিনে সরকার গঠন হলে সকল বেকার জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা হবে।
ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও গুলশান পূর্ব থানা জামায়াতের আমীর মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং থানা জামায়াতের সেক্রেটারি আব্দুল মোতালেব মইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী উত্তর এর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালক জনাব হেদায়েত উল্লাহ, ঢাকা-১৭ আসনের নির্বাচন সদস্য সচীব ও বননি থানা আমীর জানাব মিজানুর রহমান খান, ভাষানটেক থানা আমীর ডা. আহসান হাবীব প্রমূখ।




Comments