Image description

খেলা ডেস্ক 
আরটিএনএন: এশিয়া কাপের হতাশাজনক অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশ দল আজ মাঠে নামছে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। হাতে গোনা কয়েক ঘণ্টা পরই মাঠে গড়াতে যাওয়া তিন ম্যাচের এই সিরিজ দিয়েই নতুন করে নিজেদের প্রমাণ করতে চাইবে টাইগাররা। শারজাহতে প্রস্তুত দুই দলই। তবে ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্নটি ঝুলে আছে দলের ওপেনিং কম্বিনেশন এবং ব্যাটিং অর্ডারে সম্ভাব্য পরিবর্তন নিয়ে।

নিয়মিত অধিনায়ক লিটন দাস ইনজুরির কারণে ছিটকে যাওয়ায় টপ অর্ডার নিয়ে জটিলতা তৈরি হয়েছে। অন্যদিকে, এশিয়া কাপে সুযোগ পাওয়া তরুণ দুই ওপেনার, তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন আছেন ফর্মহীনতায়। এই পরিস্থিতি সামাল দিতেই অভিজ্ঞ সৌম্য সরকারকে দলে ফেরানো হলেও, ভিসা জটিলতার কারণে প্রথম ম্যাচে তার খেলা প্রায় অনিশ্চিত। ফলে আপাতদৃষ্টিতে কোনো উপায় না দেখে টিম ম্যানেজমেন্টকে হয়তো বাধ্য হয়েই তামিম-ইমন জুটি দিয়ে ইনিংসের সূচনা করতে হতে পারে।

এশিয়া কাপে ওপেনিংয়ের গুরুদায়িত্ব পালন করা সাইফ হাসান এখন দলের অন্যতম নির্ভরযোগ্য নাম। ওপেনিংয়ে না থাকলে, তার ঠিকানা হতে পারে তিন নম্বরের গুরুত্বপূর্ণ পজিশনটি। অন্যদিকে, দলের নির্ভরযোগ্য ব্যাটার তাওহীদ হৃদয়ও সাম্প্রতিক সময়ে রানের জন্য সংগ্রাম করছেন। তবে দলে বিকল্পের অভাব থাকায় মিডল অর্ডারের মূল দায়িত্ব তার কাঁধেই থাকবে। তাকে সঙ্গ দেবেন ফিনিশার হিসেবে পরিচিত শামীম পাটোয়ারি এবং জাকের আলী।

বোলিং বিভাগে শক্তিশালী কম্বিনেশন সাজানোর পরিকল্পনা রয়েছে টিম বাংলাদেশের। স্পিন ডিপার্টমেন্ট সামলানোর গুরুদায়িত্বে থাকবেন নাসুম আহমেদ। এশিয়া কাপে আফগানদের বিপক্ষে জয়ের নায়ক ছিলেন তিনি এবং প্রতিপক্ষ শিবিরে ডানহাতি ব্যাটারের আধিক্য থাকায় তিনিই প্রথম পছন্দ। তার সঙ্গী হিসেবে থাকছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। পেস আক্রমণে যথারীতি তিন পেসার পন্থায় হয়তো হাঁটবে দল।

অভিজ্ঞ মুস্তাফিজুর রহমানকে সামনে রেখেই সাজানো হতে পারে বোলিং কৌশল। তার সাথে জুটি বাঁধতে দেখা যাবে গতি তারকা তাসকিন আহমেদ এবং তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ ইসহাক, সাদিকুল্লাহ অটল, ইব্রাহিম জাদরান, রশিদ খান (অধিনায়ক), শরফুদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, মোহাম্মদ নবি, আজমতুল্লাহ ওমরজাই, ফরিদ মালিক ও নুর আহমদ।