
আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন: গাজার উদ্দেশ্যে রওয়ানা হওয়া ত্রাণবাহী নৌবহর ফ্লোটিলায় থাকা সকল ব্যক্তির নিরাপত্তা নিশ্চিতের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, তারা ইসরায়েল সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তেল আবিবকে দায়িত্ব পালনের তাগিদ দিয়েছেন।
মুখপাত্র বলেন, ‘আমরা ইসরায়েল সরকারের সঙ্গে যোগাযোগ রেখেছি এবং তাদেরকে আন্তর্জাতিক আইনের অধীনে দায়িত্ব পালনের ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছি। একইসঙ্গে আমরা নৌবহরে থাকা সকলের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছি। আমাদের জানা মতে, তাদের নিরাপদে স্থলে নিয়ে যাওয়া হয়েছে।’
তিনি আরও জানান, ইসরায়েলে অবস্থিত জার্মান দূতাবাস নৌবহরে থাকা সম্ভাব্য জার্মান নাগরিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। এদিকে একটি বাদে নৌবহরের সবগুলো নৌকা ইতোমধ্যে ইসরায়েলি বাহিনী আটক করেছে বলে জানা গেছে।
এমন পরিস্থিতিতে ইসরায়েলের গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করার ঘটনাকে ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করেছে ইউরোপীয় গ্রীন পার্টি। এক বিবৃতিতে পার্টির কো-চেয়ার ভুলা সেৎসি বলেন, ‘মানবিক সহায়তা আটকে দেয়া এবং স্বাধীন পর্যবেক্ষকদের নীরব করা একেবারেই অগ্রহণযোগ্য। এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’
নৌবহরে থাকা সকলের নিরাপত্তা ও মুক্তি নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিষ্ঠান ও সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
সূত্র: আল জাজিরা
Comments