Image description

আন্তর্জাতিক ডেস্ক 
আরটিএনএন: ভারতে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। নির্বাচনি প্রচারে কংগ্রেসের ইশতেহার নিয়ে আক্রমণ করতে গিয়ে লাগাতার মুসলিম প্রসঙ্গ উত্থাপন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার দাবি, কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে তারা দেশের মানুষের সম্পদ মুসলিমদের মধ্যে বিলিয়ে দেবে। এ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘যাদের অনেক সন্তান রয়েছে...।’ 

মোদির বক্তব্য নিয়ে এবার ফুঁসে উঠলেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের প্রধান এবং হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিক আসাদউদ্দিন ওয়াইসি। সম্প্রতি এক নির্বাচনি জনসভা থেকে এআইএমআইএমপ্রধান আসাদউদ্দিন ওয়াইসি দাবি করলেন, মুসলিমরাই সব থেকে বেশি কনডম ব্যবহার করেন। খবর হিন্দুস্তান টাইমসের

ওয়াইসি অভিযোগ করেছেন, ধর্মের ভিত্তিতে দুই সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষের দেওয়াল তৈরি করছেন নরেন্দ্র মোদি। পাশাপাশি চ্যালেঞ্জের সুরে ওয়াইসি দাবি করেন, দেশের জনসংখ্যা বৃদ্ধির নেপথ্যে মুসলিমদের অবদানের যে ধারণা গড়ে তোলা হচ্ছে, তা মিথ্যা। এই নিয়ে তিনি মোদি সরকারেরই তথ্যকে উদ্ধৃত করেন। 

তিনি বলেন, ‘কেন আপনি (নরেন্দ্র মোদি) এমন ভীতিপূর্ণ ধারণা তৈরি করছেন যে, মুসলিমরা বেশি সন্তানের জন্ম দেয়? মোদি সরকারেরই তথ্য বলছে— জন্মের হার এবং জনসংখ্যার নিরিখে মুসলিমরা পিছিয়ে আছে। মুসলিমরাই সব থেকে বেশি কন্ডোম ব্যবহার করে। আর এটা বলার মধ্যে কোনো লজ্জা নেই।

এই নেতা অভিযোগ করেন, দলিত ও মুসলিমদের প্রতি অকারণ ঘৃণার সঞ্চার করছেন প্রধানমন্ত্রী। ওয়াইসি বলেন, ‘একটা দেশের প্রধানমন্ত্রী বলছেন যে, জনসংখ্যার ১৫ শতাংশ হলো অনুপ্রবেশকারী। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না।’