Image description

নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন
ঢাকা: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবার দেশের সাধারণ জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেছেন, ‘মা-বোনদের বলছি, রান্নার ঘরে কাজ বাদ দিয়ে, ঘর-সংসারের কাজ বাদ দিয়ে আপাতত কিছু সময়ের জন্য বিরোধিতা হলেও রাজপথে আসেন এবং মিছিল করেন। রিকশাচালক ভাইদের বলি, একঘণ্টা রিকশা চালালে হয় তো ৪০ টাকা কামাই করবেন। কিন্তু সেই একঘণ্টা মিছিল করেন। সবাই মিলে যদি পথে নামে, তাহলে সরকারকে চলে যেতে হবে।’

শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক নারী ঐক্যের উদ্যোগে ‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে’ এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করে নাগরিক নারী ঐক্যের আহ্বায়ক শাহনাজ রানু। 

মান্না বলেন, ‘এই সরকার হলো সিন্ডিকেটের। ক্ষমতাসীনরা লুটেরা ব্যবসায়ীদের সরকার। তারা যে শুধু ভোট ডাকাতি করে, তা নয়; বাজার সিন্ডিকেটও করে। এজন্য আমরা সংগ্রাম করছি।’

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, দেশের আজকে যে সংকট। বিশেষ করে অর্থনৈতিক সংকট। জিনিসপত্রে দাম বেড়ে যাওয়া। এসব বিষয়ে দেশের অর্ধেক নারী একইভাবে উদ্বিগ্ন। এজন্য তারা কথা বলছেন এবং তারা প্রতিবাদ করছেন। আর প্রতিদিনই সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। কিন্তু সরকার এ ব্যাপারে কিছু করতে পারছে না।