Image description

আন্তর্জাতিক ডেস্ক 
আরটিএনএন: বড় ভাই নওয়াজ শরিফের সক্রিয় রাজনীতিতে প্রত্যাবর্তনের জল্পনা উস্কে দিয়ে দলীয় প্রধানের পদ ছাড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার শাহবাজের দফতর থেকে ঘোষণা করা হয় পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।

তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজকে ফের দলের সভাপতি করার দাবি জানিয়ে সম্প্রতি একটি প্রস্তাব পাশ করে পিএমএল-এন পাঞ্জাব শাখা। পাঞ্জাব শাখার প্রধান রানা সানাউল্লা জানান, শাহবাজ প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নেয়ার পরে সংগঠনের হাল ধরার জন্য নওয়াজই উপযুক্ত ব্যক্তি। সম্প্রতি, পাকিস্তানের ক্ষমতাসীন জোটের বড় শরিক পিএমএল-এন-এর অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের একাধিক খবর প্রকাশ্যে এসেছে। এই আবহে চলতি সপ্তাহেই নওয়াজ দলের দায়িত্ব নিতে পারেন বলে পাকিস্তান সংবাদমাধ্যমের একাংশের দাবি।

২০১৭ সালে হিসাব-বহির্ভূত সম্পত্তি, পানামা পেপার্সে দুর্নীতিগ্রস্তদের তালিকায় নাম থাকা-সহ একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে প্রধানমন্ত্রী পদ থেকে নওয়াজকে বরখাস্ত করে পাকিস্তান সুপ্রিম কোর্ট। দলীয় প্রেসিডেন্ট পদও ছাড়তে হয় তাকে। তার বিরুদ্ধে বিচারে সাজাও শোনায় সুপ্রিম কোর্ট। ওই সময় চিকিৎসার জন্য ইংল্যান্ডে পাড়ি দেন নওয়াজ এবং তার পরের চার বছর সেখানেই স্বেচ্ছা নির্বাসনে থাকেন।

পাকিস্তানে নির্বাচনে তার দল ক্ষমতাসীন জোটের বড় শরিক হিসেবে দায়িত্ব নেয়ার পরে নওয়াজের বিরুদ্ধে দুর্নীতির সমস্ত অভিযোগ প্রত্যাহার করা হয়েছিল। নওয়াজের মেয়ে মরিয়ম বর্তমানে পিএমএল-এন-এর সবচেয়ে শক্ত ঘাঁটি পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী।

সূত্র : আনন্দবাজার পত্রিকা