Image description

নিউজ ডেস্ক আরটিএনএন: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এবং ইন্টারন্যাশনাল ইকোনোমিক অ্যাসোসিয়েশনের (আইইএ) সেরা ‘ইনোভেটিভ পলিসি রিসার্চ অ্যাওয়ার্ড-২০২৪’ পেয়েছেন বাংলাদেশের গবেষক অধ্যাপক ড. আবু সঞ্চয়। বিশ্বের দেড় শতাধিকের বেশি অর্থনীতিবিষয়ক গবেষণাপত্রের মধ্যে থেকে এ বছর তিনিসহ তিনজনকে এ পুরস্কার দেওয়া হয়। গত শুক্রবার জর্জিয়ার তিবিলিসিতে অনুষ্ঠিত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ৫৭তম বার্ষিক সাধারণ সভায় অধ্যাপক ড. আবু সঞ্চয়সহ নির্বাচিত গবেষকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অধ্যাপক আবু সঞ্চয় ‘স্কুল অ্যাটেনডেন্স ইনফরমেশন অর কন্ডিশনাল ক্যাশ ট্র্যান্সফর? এভিডেন্স ফরম এ র‌্যানডোমাইজড ফিল্ড এক্সপেরিমেন্ট ইন রুরাল বাংলাদেশ’ শীর্ষক গবেষণা কর্মের জন্য এই অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হন। তার এই গবেষণা কর্মটি গাইবান্ধা জেলায় তিনটি মাধ্যমিক স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির আট শতাধিক শিক্ষার্থী ও তাদের পরিবারের ওপর পরিচালিত হয়। গবেষণাটি সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির (এসএমইউ) অর্থায়নে মমদা ফাউন্ডেশন বাস্তবায়ন করেছে, যা ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত চলে। স্কুল অ্যাটেনডেন্স ব্যবস্থার ডিজিটাইজেশন এবং শিক্ষার্থীদের অভিভাবকদের ফোনে সাপ্তাহিক রিপোর্ট পাঠানো শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতি বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকর বলে এই গবেষণার তথ্য উপাত্ত থেকে প্রমাণ পেয়েছেন গবেষকদল। এই গবেষণা কর্মের সঙ্গে অধ্যাপক আবু সঞ্চয় ছাড়াও সিঙ্গাপুর ম্যানেজম্যান্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. তোমোকি ফুজি, অধ্যাপক ড. ক্রিস্টিন হো এবং সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির ড. রোহান রায় যুক্ত ছিলেন। প্রফেসর আবু সঞ্চয় বর্তমানে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন স্থায়ী সহযোগী অধ্যাপক এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আব্দুল লতিফ জামিল প্রোভার্টি অ্যাকশন ল্যাবের সাথে যুক্ত। এ ছাড়া তিনি বাংলাদেশের অন্যতম গবেষণা প্রতিষ্ঠান ‘মমদা ফাউন্ডেশন’-এর উপদেষ্টা এবং এক্সটারনাল ইনভেস্টিগেটর হিসেবেও যুক্ত রয়েছেন।